ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজ হাতে বিস্ফোরক তৈরি করে সহযোগীদের মাধ্যমে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেন বলে জানায় কর্তৃপক্ষ। নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে তথ্য জোগাড়ের চেষ্টাও করেন তিনি। শিন বেত ও লাহাভ-৪৩৩ ইউনিট তদন্ত পরিচালনা করে। দুই সপ্তাহ আগে গ্রেফতার হলেও পরে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে।