Web Analytics

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রথম ব্যাচের ক্লাস আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে এবং ২৫ ডিসেম্বর এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা ও পাঠদানের জন্য একটি অপারেশন ম্যানুয়েল অনুমোদন করা হয়েছে।

অধ্যাদেশের প্রস্তাবিত ‘স্কুলিং কাঠামো’ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছে। সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা আশঙ্কা করছেন, নতুন কাঠামো তাদের পদোন্নতি ও কলেজগুলোর স্বাতন্ত্র্য ক্ষুণ্ন করতে পারে। অন্যদিকে, শিক্ষার্থীদের একাংশ দ্রুত অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছেন যাতে তাদের একাডেমিক ভবিষ্যৎ অনিশ্চিত না হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া অধ্যাদেশ নিয়ে পাঁচ হাজারের বেশি মতামত পাওয়া গেছে এবং তা আইনি ও বাস্তবতার আলোকে পর্যালোচনা চলছে। মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, অধ্যাদেশ চূড়ান্তের প্রক্রিয়া চলাকালেও শিক্ষার্থীদের পাঠক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!