গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু এবং ১৩,১৮৮ জন আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে সর্বাধিক ১২০ জন আক্রান্ত হয়েছে। জুলাই মাসে এ পর্যন্ত ২,৮৯২ জন আক্রান্ত ও ৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ১,৩৫১ জন রোগীর মধ্যে ঢাকায় ৩৮৬ এবং ঢাকার বাইরে ৯৬৫ জন চিকিৎসাধীন।