যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনার মাঝে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই। ভারত কাউকে তার শত্রু মনে করে না। কিন্তু তার জনগণের স্বার্থের সাথে আপস করবে না। তিনি বলেন, ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রফতানির ক্ষেত্রে বাজার ছিল ৭০০ কোটি রুপিরও কম। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি। এর ফলে স্পষ্ট যে, ভারত আর শুধুমাত্র ক্রেতা নয়, বরং রফতানির ক্ষেত্রেও অন্যতম শক্তি হয়ে উঠেছে। আরো বলেন, আত্মনির্ভরতার আলোকে ভারত এখন সমস্ত যুদ্ধজাহাজ দেশেই তৈরি করছে। নৌবাহিনীও অন্য কোনও দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে নিজ দেশেই তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছে। উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, এই চাপের মধ্যেই এই বক্তব্য বিজেপি মন্ত্রীর।