Web Analytics

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর উচ্চ বিদ্যালয় শতাধিক বছরের ঐতিহ্য ধরে রেখে আধুনিক প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ১৯২০ সালে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জীর নেতৃত্বে একদল তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে ৯৫০ শিক্ষার্থীর শিক্ষালয়। বিদ্যালয়টিতে রয়েছে ডিজিটাল ক্লাসরুম, পাঠাগার ও খেলাধুলার সুযোগ, যা শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে ভূমিকা রাখছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি শতভাগ পাসের পাশাপাশি ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রধান শিক্ষক মো. শাহ আলম সিরাজী জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রি পড়াশোনা ও ইউনিফর্মের ব্যবস্থা রয়েছে। তবে তিনি পর্যাপ্ত ভবন ও একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে একটি স্মার্ট স্কুলে পরিণত হচ্ছে, যা ভবিষ্যতে জেলার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!