Web Analytics

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, এনবিআরের ৬ শীর্ষ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। তাদের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। ৬ কর্মকর্তা হলেন- আয়কর নীতি বিভাগের সদস্য একেএম বদিউল আলম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ঢাকা-৮ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা; ঢাকা কর অঞ্চল-১৬ অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কণ্ডু এবং বিএসএস কর অ্যাকাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান। উল্লেখ্য, এরমধ্যে পাঁচজন চলমান আন্দোলনে যুক্ত!

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!