Web Analytics

ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনা অভিযান ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এক সপ্তাহের মধ্যে পশ্চিম তীরে ৮,০০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস হয়েছে, যার ফলে প্রায় ৭ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে উত্তর ও মধ্য অঞ্চলে—জেনিনের সিলাত আল-হারিথিয়ায় ৫,০০০ এবং রামাল্লার তুরমুস আয়্যায় ৩,০০০ জলপাই গাছ ধ্বংস হয়েছে। তুলকারেম, ক্বালকিলিয়া, সালফিত, বেথলেহেম ও পূর্ব জেরুজালেমেও ডুমুর ও জলপাই গাছ ধ্বংসের খবর পাওয়া গেছে।

মন্ত্রণালয় জানায়, কৃষি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে—১৩টি জলকূপ ও কৃষি ঘর ধ্বংস, সেচ ব্যবস্থায় ক্ষতি, জল পাম্প চুরি, ৮২টি মৌচাক ধ্বংস এবং পশুপালনে বিষ প্রয়োগ করা হয়েছে। এই হামলাকে তারা “সিস্টেম্যাটিক নীতি” হিসেবে বর্ণনা করেছে, যার উদ্দেশ্য ফিলিস্তিনি জমি দখল ও স্থানীয় বাসিন্দাদের স্থানান্তর।

প্রতিবেদন অনুযায়ী, চারা রোপণ ও ফসল তোলার সময় সহিংসতা বৃদ্ধি পায়। অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা অন্তত ১,১০০ ফিলিস্তিনিকে হত্যা, ১১,০০০ জনকে আহত এবং ২১,০০০ জনকে আটক করেছে। জুলাই ২০২৪-এ আন্তর্জাতিক বিচার আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে সব বসতি খালি করার আহ্বান জানায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!