Web Analytics

বাংলাদেশের জাতীয় বেতন কমিশন আজ বিকেলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের বিষয়ে আলোচনা করতে। ২০২৫ সালের পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে। কমিশনের সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রণয়নের অর্ধেক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়ের পর এখন সচিবদের মতামত নেওয়া হচ্ছে কাঠামোর রূপরেখা ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণে। কর্মচারী নেতারা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন এবং সময়মতো না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন। নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।