চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তবে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ছাত্রদলের এক কর্মীকে আগে মারধর করেছে। মারধরের শিকার শাওন হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি চবি শাখা ছাত্রলীগের সিএফসি উপগ্রুপের সদস্য বলে জানা গেছে। ছাত্রদল ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরেও বাঁধা দেয় বলে জানিয়েছে পুলিশ।