রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তার মরদেহ দেশে এনে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ময়নাতদন্ত শেষ হয়। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগের সময় মোটরসাইকেল আরোহীর গুলিতে হাদি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
হাদির জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তার মৃত্যু রাজনৈতিক সহিংসতা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এখনো হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি।