গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র শীতের কারণে এক মাস বয়সি এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে, ফলে শীতজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। সাহায্য সংস্থাগুলি বলছে, কম্বল, হিটার ও গরম পোশাকের অভাব বাস্তুচ্যুত পরিবারের দুর্ভোগ বাড়িয়ে তুলছে। ইসরাইলের বাধার কারণে আশ্রয় ও ত্রাণসামগ্রী প্রবেশে জটিলতা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে।
সিভিল ডিফেন্স কর্মকর্তারা সতর্ক করেছেন, আশ্রয় ও তাপের অভাবে শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। গাজার অধিকাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় বহু পরিবার তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে ঠান্ডা, বৃষ্টি ও বাতাসের মুখে দিন কাটাচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ করেছে, ইসরাইল যুদ্ধবিরতি ও মানবিক প্রোটোকলের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি অভিযানে প্রায় ৭০,৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০০০ এর বেশি আহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় শীতের এই দুর্যোগ মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।