যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪১ জন এখনো নিখোঁজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যার কাউন্টিতে ২৮ শিশুসহ প্রাণ গেছে ৬৮ জনের। গুয়াদালুপে নদীর তীরের একটি গার্লস ক্যাম্পের ১০ কিশোরী ও একজন পরামর্শদাতাও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত থাকলেও বিরূপ আবহাওয়া বাধা সৃষ্টি করছে। গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, যতক্ষণ না সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ উদ্ধার তৎপরতা চলবে।