Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরাইলের বিরুদ্ধে গাজায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন। আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সভায় তিনি বলেন, ইসরাইল মনগড়া অজুহাত দেখিয়ে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে এবং ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। এর ফলে গাজার মানবিক পরিস্থিতি আরও অবনত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এরদোয়ান জানান, তুরস্ক ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও বাড়াবে এবং গাজাকে কখনো একা ছেড়ে দেবে না। তিনি বলেন, তুরস্ক শান্তির পক্ষে থাকলেও অন্যায় ও নিপীড়নের মুখে নীরব থাকবে না। তার এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।

পর্যবেক্ষকদের মতে, এরদোয়ানের এই অবস্থান তুরস্ককে মুসলিম বিশ্বের মধ্যে ফিলিস্তিনপন্থী কণ্ঠ হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে এবং ইসরাইলের সঙ্গে আঙ্কারার সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!