গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা এই হামলায় মূলত শরণার্থী শিবির, ঘরবাড়ি ও অস্থায়ী তাঁবু লক্ষ্যবস্তু করা হয়। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ছিল ৯১, তবে পরে তা বেড়ে ১০০ ছাড়ায়। নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু রয়েছে। আহত শতাধিক মানুষকে সীমিত চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসকেরা। এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মহল। ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় ইসরাইলের ওপর আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান আরও জোরদার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এক সৈন্য নিহত হওয়ার পর ইসরাইল ‘প্রতিশোধ নিয়েছে’, তবে তাঁর দাবি—এতে ‘যুদ্ধবিরতি বিপন্ন হবে না’। তিনি হামাসকেও ‘ভদ্র আচরণ’ করার আহ্বান জানান। সাম্প্রতিক এই হামলার নির্দেশ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাফাহ এলাকায় গোলাগুলিতে এক সৈন্য নিহত হওয়ার পর। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে ইসরাইল এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।