বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে এবং দুপুর দেড়টায় ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও অপরিবর্তিত রয়েছে। সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালকে চূড়ান্তভাবে নির্ধারণ করেছে। চিকিৎসা ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে সব ব্যয় বহন করা হবে। প্রধান উপদেষ্টা তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এই উদ্যোগকে অন্তর্বর্তী সরকারের মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।