জিওপি নেতা হাসান আল মামুন বলেন, নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে এবং নুরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে। বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের সামনে জিওপি নেতারা অভিযোগ করেন, নুরুল হক নুরের নাক ও মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে, সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢামেক হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে, তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। নুরের ওপর হামলাকারী সেনা সদস্যদের গ্রেফতারে সরকার টালবাহানা করছে। এর আগে, বুধবার ডাকসু ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।