স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জান মালের হেফাজত। এজন্য ফ্যাসিবাদের দোসর, নৈরাজ্যকারী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্টরা জনগণের সম্পদ অন্যায়ভাবে লুট করেছে, প্রতিবাদ করলে দেশদ্রোহী অ্যাখ্যা দিয়ে দমন করেছে! সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যাচ্ছেতাই ব্যবহার করেছে।