সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন। সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে উপস্থাপক নোরা ও’ডোনেল তাকে প্রশ্ন করেন, তিনি কি আবার প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, “আমি এটা নিয়ে একদমই ভাবছি না,” তবে অনেকেই চান তিনি আবারও প্রার্থী হোন। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, দুজনকেই তিনি পছন্দ করেন এবং দলের মধ্যে আরও অনেক যোগ্য নেতা রয়েছেন। তিনি জানান, রিপাবলিকান দলে এখন “চমৎকার এক টিম” আছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তাই ট্রাম্প আর প্রার্থী হতে পারবেন না।
                        সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।