Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাদ্দামের মতো কর্মীরা ১৫ বছর ধরে যাদের পেছনে রাজনীতি করেছে, সেই নেতারাই আজ তাদের পরিবারের খোঁজ নিচ্ছেন না। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে এক নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সাদ্দাম ছিলেন ছাত্রলীগের কর্মী। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেন, আর সাদ্দাম তখন কারাগারে ছিলেন। তিনি অভিযোগ করেন, কোনো নেতা তাকে একদিনের জন্যও প্যারোলে বের করার উদ্যোগ নেননি। মাত্র পাঁচ মিনিটের জন্য তিনি স্ত্রী ও সন্তানের মরদেহ দেখতে পেরেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, এমন নেতাদের জনগণ কি চায়, যারা কর্মীদের পরিবারের খোঁজ রাখে না।

তিনি আরও বলেন, গত ১৫ বছর বিএনপির অনেক বড় নেতার ফোন বন্ধ ছিল, কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাই নেতা বাছাইয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি, যেন বাংলাদেশের কোনো দলের কর্মীর পরিণতি সাদ্দামের মতো না হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!