Web Analytics

বিটিআরসির মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড থেকে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ)-এর ১২ সদস্যের জামিন বাতিল করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। রাষ্ট্রপক্ষের আবেদনের পর বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়। এর আগে গত ২৭ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। মামলায় অভিযোগ করা হয়েছে, সালমান এফ রহমানের নেতৃত্বে গঠিত আইওএফ লাইসেন্স ও চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে নেটওয়ার্ক উন্নয়ন তহবিলের টাকা আত্মসাৎ করেছে। আসামিদের মধ্যে রয়েছেন আইওএফের নির্বাহী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। অভিযোগে বলা হয়, সংগৃহীত অর্থ বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে জমা দেওয়া হতো, যার কোনো আইজিডব্লিউ লাইসেন্স নেই। আদালতের আদেশে এখন আসামিদের গ্রেফতারে আর বাধা নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।