বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে। সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন এবং সবাই মিলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। গত রোববার থেকে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে তারেক রহমান চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। বিএনপি নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দোয়া করছেন।