Web Analytics

ধর্ম থেকে রাজনীতি আলাদা করা হলে সমাজে চেঙ্গিস খানের বর্বরতা ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না। তিনি আরও বলেন, রাজনীতি, সমাজ ও কূটনীতিতে ধর্মীয় আবেগ জাগ্রত করা প্রয়োজন, কারণ ধর্ম বাদ দিলে সমাজ বিপদের মুখে পড়বে। তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের জাতীয় পে-স্কেলের আওতায় এনে সম্মানজনক বেতন ও উৎসব ভাতা প্রদান করতে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।