শনিবার দুপুরে ইরানের হরমুজগান প্রদেশের শহিদ রেজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০৬ জন আহত হয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, শহিদ রেজায়ী বন্দর মূলত কন্টেইনার পরিবহণ পরিচালনা করে। সেই সঙ্গে এখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থের অবহেলাজনিত সংরক্ষণই এই বিস্ফোরণের কারণ। ঠিক পাঁচ বছর আগে এই বন্দরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ উঠেছিল।