ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ সংলগ্ন হায়দার হলের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর দেড়টার দিকে এটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং চারজনকে সিএমএইচে নেওয়া হয়েছে। ভবনে আগুন ধরে যায় এবং উদ্ধারকাজ চলছে। হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো জানা যায়নি।