অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হনুক্কা অনুষ্ঠানে হামলার সময় বন্দুকধারীকে নিরস্ত্র করে আলোচনায় এসেছেন আহমেদ আল-আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা আহমেদ পার্কিং এলাকায় রাইফেল হাতে এক ব্যক্তির দিকে ছুটে গিয়ে তাকে পেছন থেকে আক্রমণ করেন এবং অস্ত্রটি কেড়ে নেন। পরে তিনি রাইফেলটি মাটিতে রেখে দেন, আর হামলাকারী পিছু হটে সেতুর দিকে চলে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রোববারের ওই হামলায় ১১ জন নিহত হন। ৪৩ বছর বয়সী আহমেদ সিডনির স্থানীয় বাসিন্দা ও একটি ফলের দোকানের মালিক। তার এক আত্মীয় জানিয়েছেন, দুই সন্তানের এই পিতা ঘটনাস্থলে দুবার গুলিবিদ্ধ হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাহসিকতার প্রশংসা ছড়িয়ে পড়েছে, অনেকে বলছেন তার পদক্ষেপ আরও রক্তপাত ঠেকিয়েছে।
ঘটনাটি অস্ট্রেলিয়ায় নাগরিক সাহস ও সংকট মোকাবিলায় সাধারণ মানুষের ভূমিকা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।