ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শুক্রবার ও শনিবার খোলা থাকবে এবং নাগরিক সেবা স্বাভাবিকভাবে প্রদান করবে। নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়গুলোও চালু থাকবে। ইশরাকপন্থী কর্মীদের আন্দোলনের কারণে ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সেবা বন্ধ ছিল। ১৫ জুন থেকে আবার অবস্থান কর্মসূচি শুরু হলে কিছু বিভাগ তালাবদ্ধ ছিল। সোমবার থেকে তালা খুলে সেবা কার্যক্রম আবার শুরু হয়েছে। মঙ্গলবার রাতে ডিএসসিসি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।