নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী হাজতখানার ভেতরে দুই আওয়ামী লীগ নেতা আজম পাশা চৌধুরী রুমেল ও অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদ পরিবারের সদস্যদের নিয়ে ‘বেয়াইখানা’ আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মামলার হাজিরার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় পরিবারের সদস্যরা হাজতখানার ভেতরে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, দুই নেতা দীর্ঘদিন ধরে হত্যা ও বিস্ফোরক মামলায় নোয়াখালী জেলা কারাগারে আটক রয়েছেন। সম্প্রতি তাদের সন্তানদের বিয়ের পর এই পারিবারিক আয়োজনটি করা হয়। পুলিশ জানায়, নারী হাজতখানাটি সাধারণত আসামিদের পোশাক পরিবর্তন, নামাজ ও শিশুদের দুগ্ধপানের জন্য ব্যবহৃত হয়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হবে।