Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার (৮ নভেম্বর) টাঙ্গাইলের বাসাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টে আয়োজিত এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনীতি আরও ভালোভাবে এগিয়ে যাবে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারের উদ্দেশ্য ছিল গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা সহজে পৌঁছে দেওয়া। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে গভর্নর জানান, বিভিন্ন ব্যাংক ইংল্যান্ডে আইনজীবী পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানি গ্রুপগুলোর ক্লেইম প্রতিষ্ঠার চেষ্টা করছে। সফল হলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেমিনারে এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!