Web Analytics

বাংলাদেশে ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ১০ দফা সুপারিশ দিয়েছে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ভূমিকম্পে জীবন ও সম্পদ রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে এ সুপারিশ উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এডাবের চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং ধারণাপত্র উপস্থাপন করেন ক্যাপসের সভাপতি অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা অংশ নেন।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন, ভূমিকম্প সহনশীল নকশায় ভবন নির্মাণ, রাজউকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ নিষিদ্ধ করা, পুরোনো ভবনের স্ট্রাকচারাল অডিট ও রেট্রোফিটিং, হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভূমিকম্প সহনশীল করা, পরিবারভিত্তিক জরুরি পরিকল্পনা ও কিট প্রস্তুত রাখা এবং নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ আয়োজন। বক্তারা বলেন, সরকারের বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম ও প্রস্তুতি সন্তোষজনক নয় এবং কার্যকর বাস্তবায়নের জন্য বিভাগগুলোর সমন্বয় ও জবাবদিহিতা বাড়াতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!