গত ৪৮ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী ২৫০ বার হামলা চালিয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের পাঁচটি ডিভিশন এবং বিমানবাহিনীসহ পদাতিক বাহিনী ‘কয়েক ডজন’ মানুষকে হত্যা করেছে। ইসরাইল এই হামলা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে চালানো বলে দাবি করলেও, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৭,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৭ হাজারের বেশি আহত হয়েছেন।