Web Analytics

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে এক পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ জানায়, এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং আরিফুলকে ছিনিয়ে নেয়।

এর আগে আরিফুল ও তার সহযোগীরা দিগারকান্দা এলাকার বাসিন্দা রাসেলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশ দল আরিফুলকে গ্রেপ্তার করে। কিন্তু থানায় নেওয়ার পথে হামলার ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব ঘটনাটিকে অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। হামলার নেতৃত্বদানকারী সাগর আলীকে আটক করা হয়েছে এবং র‍্যাব ও সেনাবাহিনী এলাকায় টহল দিচ্ছে। আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!