চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০-৮৫ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। আরও বেশ কয়েকজন মিছিলকারী পালিয়ে যান। ওসি বাবুল আজাদ জানান, অবৈধভাবে মিছিল করায় ৬৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।