Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার দল কারো সঙ্গে আপস করবে না। শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অন্তর্বর্তী সরকারের নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এতে অরাজকতা বা গণহত্যার আশঙ্কা তৈরি হতে পারে। তিনি জানান, জামায়াত প্রচলিত কোনো রাজনৈতিক জোটে যাবে না, তবে একাধিক দল ও শক্তির সঙ্গে নির্বাচনি সমঝোতা করবে। সন্ধ্যায় এক মাহফিলে তিনি বলেন, ভোটাধিকার শুধু দায়িত্ব নয়, এটি একটি ভেটো পাওয়ার, তাই বিবেকের আলোকে ভোট দিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, আল্লাহর রাজ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত আপস করবে না এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!