Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ঘোষণা করেছেন যে আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে। রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে করদাতার ব্যাংক হিসাবে সরাসরি অনলাইনে ভ্যাট রিফান্ড চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, আয়কর আইনে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও ভ্যাট আইনে তা এখনো করা হয়নি। আগামী বাজেটে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা যুক্ত করা হবে। অনুষ্ঠানে তিনি ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক হিসাবে মোট ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা ফেরত দিয়ে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন।

এনবিআর জানিয়েছে, যারা আগে কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, তাদের মার্চের মধ্যে ই-ভ্যাট সিস্টেমে তথ্য এন্ট্রি করতে হবে। এরপর তারা অনলাইনে নিবন্ধন দিতে পারবেন। নতুন অনলাইন রিফান্ড মডিউল করদাতাদের আবেদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করবে এবং অফিসে না গিয়েই রিফান্ড পাওয়া সম্ভব হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!