জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের মহাসচিব আহসান হাবীব লিংকন পদত্যাগ করেছেন। রোববার সকালে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে জানান যে তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। তিনি আরও জানান, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
ফেসবুক পোস্টে লিংকন লিখেছেন, মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তিনি বলেন, জনগণের আদালতে বিচার চাওয়ার লক্ষ্যে তিনি দল ত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন।
তার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের অভ্যন্তরীণ অসন্তোষ ও রাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।