Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারণ খলিলিয়া ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ছয়জন ছাত্র আহত হয়েছে। নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ সিয়াম বুধবার কিছু ছাত্রীকে উত্ত্যক্ত করলে দশম শ্রেণির ছাত্ররা প্রতিবাদ জানায়। শিক্ষকরা তখন পরিস্থিতি সামাল দিলেও বৃহস্পতিবার সিয়াম প্রতিশোধ নিতে ছুরি নিয়ে মাদ্রাসায় এসে পরীক্ষার পর ওই ছাত্রদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে তিনজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনকে জানিয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। শিক্ষক ও স্থানীয় নেতারা কিশোর অপরাধের বাড়তি প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!