শুক্রবার জুম্মার নামাজের দিনে বাংলাদেশের সংখ্যালঘু দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে কলকাতার বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে অস্ত্রধারী হিন্দুত্ববাদীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গেরুয়া পোশাকধারী সন্ন্যাসীরা তলোয়ার ও ত্রিশুল হাতে মিছিল করে আসে, ঢাক-ঢোল ও শঙ্খধ্বনিতে মুখরিত হয় এলাকা। দীপু দাসের ছবিসহ ব্যানার নিয়ে তারা স্লোগান দেয়। তবে পুলিশের কড়া নিরাপত্তা ও লোহার ব্যারিকেডের কারণে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু সংহতি সংঘের চার প্রতিনিধিকে নিয়ে ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেন এবং দীপু দাস হত্যার বিচার দাবি করেন। পরে তিনি ঘোষণা করেন, বাংলাদেশের হিন্দুদের রক্ষায় ভারতের হিন্দুরা ঐক্যবদ্ধ থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, দক্ষিণ চব্বিশ পরগণা ছাড়াও উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকেও প্রতিবাদকারীরা অংশ নেন। কেউ কেউ বাংলাদেশে বাণিজ্যিক পণ্য বয়কটের আহ্বান জানান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই বাংলাতেই সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে এবং এসব হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে।