পটুয়াখালীর বাউফল উপজেলার এক ছাত্রদল নেতাকে বহিষ্কৃত বিএনপি নেতার হত্যার হুমকির অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৯ মার্চ লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে বহিষ্কার করা হয়। তার স্থলে রমিজ উদ্দিন হাওলাদারকে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়।