বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ মেয়াদের জন্য তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শপথ গ্রহণ করবেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যদের গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচিত হন। শপথ গ্রহণের মাধ্যমে নির্বাচিত আমির দায়িত্ব গ্রহণ সম্পন্ন করেন। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যরা উপস্থিত থাকবেন। ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন। দলের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবার ডা. শফিকুর রহমানও সেই কাতারে যুক্ত হলেন।