ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি বলেছিলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতোমধ্যেই ঘটেছে। ইরানি নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরাইলের একটি জাহাজ আটক করেছে। শনিবার বিকালে যার প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে। ভিডিওতে দেখা গেছে, ইরানের এক প্রতিবেদক আটককৃত ইসরাইলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা শুরু হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।