শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও একজনের শরীরে ধরা পড়েছে ভাইরাসটি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ০৮ শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৭২০ জনের।