Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের জন্য একটি অর্থবহ জাতীয় নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে সমাজের সব স্তরের মানুষ অংশ নেবে। বুধবার সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত ফ্রেন্ডস অব দ্য আর্থ ইন্টারন্যাশনালের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, প্রশাসনিক ও আইনগত কাঠামোতে সংস্কার চলছে, তবে বাস্তব পরিবর্তন আনতে সময়, ধারাবাহিক প্রচেষ্টা ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি বলেন, পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থান এখনো নিচে হলেও ধারাবাহিক কাজের মাধ্যমে আগামী পাঁচ থেকে সাত বছরে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।

তিনি সাম্প্রতিক আইনগত অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, বন সংরক্ষণে দুটি যুগান্তকারী আইন পাস হয়েছে এবং জলাভূমি সংরক্ষণ আইনও শিগগির পাস হবে। দূষণকারী শিল্পকারখানা স্থানান্তর ও শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, নগর পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির ফলে বাংলাদেশ আর পরিবেশ সূচকের একেবারে নিচে নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!