আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের তরুণদের সক্রিয়তা দেশের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছেন। ঢাকায় এক কর্মশালায় তিনি বলেন, তরুণেরা রাজপথ থেকে নীতিনির্ধারণ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের প্রশংসা করেন এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে নৈতিক আন্দোলন হিসেবে স্বীকৃতির আহ্বান জানান। চলমান সংস্কারগুলো কমনওয়েলথের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি জানান।