ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতি মামলাগুলো থেকে মুক্তি পেতে রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন। তার ও স্ত্রী সারার বিরুদ্ধে অভিযোগ, তারা রাজনৈতিক সুবিধার বিনিময়ে ধনকুবেরদের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল উপহার—সিগার, গয়না ও শ্যাম্পেন—গ্রহণ করেছেন। এছাড়া, সংবাদমাধ্যম থেকে অনুকূল কভারেজ পাওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, দীর্ঘদিন ধরে চলমান এসব মামলা দেশকে বিভক্ত করছে এবং তাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। রাষ্ট্রপতির কার্যালয় আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এটি একটি ব্যতিক্রমী অনুরোধ এবং তা সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হার্জোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী।