সরকার মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই দুইটি জিনিস আমাদের বড় শত্রু। তিনি বলেন, ভারতের লোকজন ফেনসিডিল খায় না। বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে। উপদেষ্টা বলেন, মাদক যাতে বাইরে থেকে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। মাদকসংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আমরা ইতোমধ্যে ক্লোজড করেছি। গড ফাদারদেরও ধরতে হবে। এক হাজার ৪০০ কোটি টাকা খরচ করে সরকার দেশের বিভিন্ন জায়গায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র করছে জানিয়ে উপদেষ্টা বলেন, মাদকের কুফলের বিষয়ে আমাদের সব শ্রেণির লোককে বুঝতে হবে।