ভারতের কোস্টগার্ড বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার—এফবি সাবিনা-১ ও রূপসী সুলতানা—আটক করেছে। এ সময় ট্রলার দুটিতে থাকা ৩৫ জন বাংলাদেশি জেলেকে ধরে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক জেলেরা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন। পরে বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।
এই ঘটনাটি এমন সময় ঘটল যখন কয়েক দিন আগেই ভারত অভিযোগ করেছিল যে বাংলাদেশের নৌবাহিনীর একটি জাহাজ বঙ্গোপসাগরে ভারতীয় একটি ট্রলারে ধাক্কা দেয়। সেই ঘটনায় ট্রলারটি ডুবে যায় এবং ১১ জন জেলে উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
ঘটনাটি দুই দেশের সামুদ্রিক সীমা ও মাছ ধরার অধিকার নিয়ে চলমান উত্তেজনাকে নতুন করে উস্কে দিয়েছে। কূটনৈতিক পর্যায়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনার মাধ্যমে এই ইস্যু সমাধানের উদ্যোগ নেওয়া হতে পারে।