Web Analytics

শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। শনিবার দুপুরে মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনের শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকার দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং জনগণ সরকারের পাশে থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।

আদিলুর রহমান খান আরও বলেন, কোনো দেশপ্রেমিক নাগরিক নির্বাচনের বিষয়ে সংশয় প্রকাশ করবে না এবং সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করবে। তিনি জানান, তিনি বিভিন্ন জেলায় গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন, জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এর আগে তিনি শহীদ মামুনের কবর জিয়ারত, জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শিবচর উপজেলার হাউজিং প্রকল্প ও বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!