জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটির ফল বুধবার সকালে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনটি কেন্দ্রে এগিয়ে আছেন, আর ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব একটি কেন্দ্রে এগিয়ে আছেন। সকাল পৌনে ৮টার দিকে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ভূগোল ও পরিবেশবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগে রিয়াজুল ইসলাম এগিয়ে থাকলেও লোকপ্রশাসন বিভাগে রাকিব সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। জিএস ও এজিএস পদেও শিবিরের প্রার্থীরা বেশ কয়েকটি বিভাগে ভালো ফল করেছেন। বিভাগভেদে ভোটের ব্যবধান ভিন্ন হলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল ঘনিষ্ঠ।
এর আগে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে গণনা বন্ধ করা হয়। পরে সমস্যা সমাধানের পর দীর্ঘ বিরতির শেষে পুনরায় গণনা শুরু করে নির্বাচন কমিশন এবং আংশিক ফলাফল প্রকাশ করা হয়।