পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে। তিনি আজ ঢাকায় পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হর্নবিরোধী মোটর শোভাযাত্রার উদ্বোধনকালে এ আহ্বান জানান। এই কর্মসূচি ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় আয়োজিত হয়। উপদেষ্টা বলেন, শব্দদূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের অভ্যাস পরিবর্তনও জরুরি।
তিনি জানান, ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়েছে, যেখানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকার কয়েকটি এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এবং সেখানে মনিটরিং বাড়ানো হবে। হর্ন বাজানো ও আতশবাজি ফোটানোকে শব্দদূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করে তিনি নববর্ষে নির্দিষ্ট স্থানে আতশবাজি ফোটানোর প্রস্তাব দেন।
“আর নয় শব্দ দূষণ, জয় হোক সুস্থ জীবন” স্লোগানে অনুষ্ঠিত শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে শেষ হয়। এটি ৫ জানুয়ারি থেকে ঢাকার দশটি গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত দশ দিনের মোবাইল কোর্ট ও প্রচারণা কার্যক্রমের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে গ্রীন ভয়েসের তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।