শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হেনেছে ৭.৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। এতে দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশিরা ‘নিরাপদ’ আছেন বলে ফেসবুকে জানিয়েছেন নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন। ভূমিকম্পে এখন পর্যন্ত তথ্যমতে মিয়ানমারে ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জন নিহত হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা শতাধিক। আটকে আছে অসংখ্য মানুষ। উদ্ধার তৎপরতা চলছে।